Radio Bangla: নতুন মাধ্যমে আন্তর্জাতিক নাট্য উৎসব (International Theater Festival on a New Media)

RBN Web Desk: বর্তমানে জীবনধারণের প্রায় সমস্ত বাহ্যিক উপকরণ যখন ডিজিটাল উপায়ে মানুষের কাছে এসে পৌঁছচ্ছে তখন বিনোদনের অন্যতম প্রাচীন মাধ্যম থিয়েটারই বা বাদ যাবে কেন। এই অতিমারী আক্রান্ত বছরে সেই ধারাকে অবলম্বন করে বিভিন্ন মাধ্যমের শিল্পীরা নিজেদের প্রয়োজনেই উপস্থাপনার নতুন আঙ্গিককে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সমর্থ হয়েছেন। 

যে কোনও নাটকের ক্ষেত্রে প্রথম ও প্রধান শর্তই হলো তা দর্শকের সামনে অভিনীত হতে হবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন দর্শকই অনুপস্থিত তখন থিয়েটারকে বাঁচিয়ে রাখতে অন্য মাধ্যমের সাহায্য নেওয়া ছাড়া উপায়ান্তর থাকে না। রঙ্গমঞ্চে অভিনীত থিয়েটারের নিজস্ব ঐতিহ্য থাকলেও অন্যভাবেও তা উপস্থাপিত হয়ে থাকে, যেমন মুক্তাঙ্গনে অভিনয় ও পথনাটিকা। বর্তমান অবস্থায় তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে।

আটলান্টাস্থিত বাঙালিদের তৈরি নাট্যদল ‘আবহ’ এই নতুন প্রযুক্তিগত মাধ্যমে আয়োজন করতে চলেছে ‘ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ২০২০’। বর্তমান পরিস্থিতিতে নাট্যশিল্প ও শিল্পীদের বাঁচিয়ে রাখার উদ্দেশ্যেই ‘আবহ’র কর্মী তথা শিল্পীরা এই অভিনব উদ্যোগ নিয়েছেন। 

এ বছর এই নাট্য উৎসবের মাধ্যম ও উদ্দেশ্য কিছুটা আলাদা। বর্তমান পরিস্থিতিকে মেনে নিয়েই ভবিষ্যতে এগিয়ে চলা, নতুন মাধ্যমে নাটককে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা, সারা পৃথিবীর নাট্য উৎসাহী মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা ও প্রযুক্তির সাহায্যে পৃথিবীব্যাপী এক দর্শকমণ্ডলী তৈরি করাই এই মুহূর্তে মূল লক্ষ্য হওয়া উচিত বলে উৎসব কর্তৃপক্ষ মনে করছেন।

নতুন মাধ্যমেও অভিনয় অনুষ্ঠিত হবে মঞ্চেই। তবে তা দর্শকের পরিবর্তে ক্যামেরার সামনে অভিনীত হবে। মঞ্চসজ্জা, আলো, মেকআপ ও সংলাপ দর্শককে অডিটোরিয়ামে বসে নাটক দেখার অনুভূতি দেবে। এবারের নাট্য উৎসবে ‘আবহ’ দুটি স্বল্পদৈর্ঘ্যের নাটক পরিবেশন করতে চলেছে, যা ইতিমধ্যেই দর্শকদের দ্বারা সমাদৃত। 

করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহ বা দর্শক উপলব্ধ। তাই সেটা মেনে নিয়েই ‘আবহ’ এই অভিনব উৎসবের আয়োজন করেছে। চারটি মহাদেশের মোট দশটি দেশের পঁচিশটি নাট্যদল অংশগ্রহণ করতে চলেছে এই উৎসবে। এই অনলাইন নাট্যোৎসবে অংশগ্রহণ করছেন কলকাতা, মালদহ, লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, আটলান্টা, শিকাগো ও আরও বিভিন্ন শহরের নাট্যশিল্পীরা। 

আজ, আগামীকাল, ১২ এবং ১৩ ‘আবহ’র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখা যাবে সবকটি নাটক।

Link of the original post